হাজী মনোহর আলী এম. সাইফুর রহমান উচ্চ বিদ্যালয় দূর্গাপুর, ছোট ধামাই, জুড়ী, মৌলভীবাজার। EIIN: 129546 MPO Index: 1307171202 প্রতিষ্টাকাল: ২০০০ খ্রি. প্রতিষ্টাকালীন প্রধান শিক্ষক: মোহাম্মদ হুমায়ুন কবীর
প্রতিষ্ঠা কালীন প্রেক্ষাপট: হাজী মনোহর আলী এম. সাইফুর রহমান উচ্চ বিদ্যালয় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলাধিন ২নং পূর্বজুড়ী ইউনিয়নের অর্ন্তগত (৮নং ওয়ার্ড) দুর্গাপুর গ্রামে চা- বাগান ঘেরা সুশীতল পাহাড়ি সৌন্দর্য্যে বেষ্টিত এক মনোরম পরিবেশে অবস্থিত। উক্ত বিদ্যালয়টি ২০০০ ইং সালে স্থাপিত হয়ে ২০০৪ ইং সালে নিম্ন মাধ্যমিক পর্যায়ে এবং ২০১৯ সালে মাধ্যমিক পর্যায়ে এমপিও ভুক্ত হয়। বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া পাকা রাস্তা দিয়ে দক্ষিণ ভাগ, লাঠিটিলা, কচুরগুল ও জুড়ী ইত্যাদি গন্তব্যে যাতায়াত করা যায়।
প্রতিষ্টাকালীন প্রধান শিক্ষক: মোহাম্মদ হুমায়ুন কবীর