🗣️জরুরি ঘোষণা 🔉
এতদ্বারা হাজী মনোহর আলী এম. সাইফুর রহমান উচ্চ বিদ্যালয়ের ২০২৪ খ্রিষ্টাব্দের ষষ্ঠ শ্রেণির সকল শিক্ষার্থীর অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৪ খ্রিষ্টাব্দের ষষ্ঠ শ্রেণির রেজিষ্ট্রেশন আগামী ২০/১০/২০২৪ খ্রি. তারিখ হইতে শুরু হবে । তাই সকল শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল কাগজ পত্রাদি বিদ্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশনাক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্তি –
১। নির্ধারিত আবেদন ফরম।
২। ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি (ইংরেজি) ।
৩। পিতা ও মাতার এনআইডি কার্ডের ফটোকপি।
অনুরোধক্রমে
প্রধান শিক্ষক
হাজী মনোহর আলী এম সাইফুর রহমান উচ্চ বিদ্যালয়
হাজী মনোহর আলী এম. সাইফুর রহমান উচ্চ বিদ্যালয়
দূর্গাপুর, ছোট ধামাই, জুড়ী, মৌলভীবাজার।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ 01718-792136, 01712211424
ই-মেইল: monoharalihighschool@gmail.com
ওয়েব: www.hmamsrhs.edu.bd