জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী হাজী মনোহর আলী এম. সাইফুর রহমান উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেছেন জনাব, #মোহাম্মদ_ময়নাল_হোসেন আজ বৃহস্পতিবার (১লা আগস্ট ২০২৪খ্রি.) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব, সালেহ উদ্দিন আহমদ ও সকল সদস্যের উপস্থিতিতে প্রধান শিক্ষক পদে যোগদান করেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব, তমাল রুদ্রপাল ম্যাডাম এর নিকট থেকে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করায় বিদ্যালয় ম্যানেজিং কমিটি, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে স্যারকে #শুভেচ্ছা_ও_অভিনন্দন।
হাজী মনোহর আলী এম. সাইফুর রহমান উচ্চ বিদ্যালয়
দূর্গাপুর, ছোট ধামাই, জুড়ী, মৌলভীবাজার।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ 01718-792136, 01712211424
ই-মেইল: monoharalihighschool@gmail.com
ওয়েব: www.hmamsrhs.edu.bd