এতদ্বারা হাজী মনোহর আলী এম. সাইফুর রহমান উচ্চ বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী-২০২৪ খ্রিষ্টাব্দ এর উপবৃত্তি ধারী সকল শিক্ষার্থীর অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ব্যাংক হিসাবধারী ও নগদ অ্যাকাউন্ট নম্বর ব্যতীত যে সকল শিক্ষার্থীর এখনো নগদ একাউন্ট নম্বর খোলা হয়নি বা বিদ্যালয়ে নগদ একাউন্ট নম্বর জমা জমা দিতে পারেনি তারা আগামী ২২/০৪/২০২৪ হইতে ২৩/০৪/২৪ খ্রিষ্টাব্দ তারিখ সকাল ১১:০০ ঘটিকার মধ্যে শিক্ষার্থীর ডিজিটাল জন্ম নিবন্ধন ও অভিভাবকের এনআইডি কার্ডের ফটোকপি (যার নামে নগদ একাউন্ট নম্বর খোলা) এবং নগদ অ্যাকাউন্ট নম্বর সহ বিদ্যালয়ে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ।
বিশেষ দ্রষ্টব্য: যে সকল শিক্ষার্থী নগদ একাউন্ট নম্বর বিদ্যালয়ে জমা দিতে পারিবেনা তারা কোনক্রমেই উপবৃত্তির টাকা পাবেনা এবং এর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ কোন প্রকার দায়ী থাকিবে না।
অনুরোধক্রমে
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
হাজী মনোহর আলী এম. সাইফুর রহমান উচ্চ বিদ্যালয়
দূর্গাপুর, ছোট ধামাই, জুড়ী, মৌলভীবাজার।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ 01718-792136, 01712211424
ই-মেইল: monoharalihighschool@gmail.com
ওয়েব: www.hmamsrhs.edu.bd