এতদ্বারা হাজী মনোহর আলী এম. সাইফুর রহমান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী-২০২৪খ্রি. এর উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৪ই জুলাই ২০২৪খ্রি. রোজ রবিবার সকাল ১১:০০ ঘটিকা হইতে তোমাদের প্রসংশাপত্র ও ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে। তাই প্রসংশাপত্র ও ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
নিবেদক
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাজী মনোহর আলী এম. সাইফুর রহমান উচ্চ বিদ্যালয়।
হাজী মনোহর আলী এম. সাইফুর রহমান উচ্চ বিদ্যালয়
দূর্গাপুর, ছোট ধামাই, জুড়ী, মৌলভীবাজার।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ 01718-792136, 01712211424
ই-মেইল: monoharalihighschool@gmail.com
ওয়েব: www.hmamsrhs.edu.bd