এতদ্বারা হাজী মনোহর আলী এম. সাইফুর রহমান উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ৯ই অক্টোবর রোজ বুধবার থেকে ১৭ই অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত সকল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে এবং ২০শে অক্টোবর থেকে শ্রেণি কার্যক্রম যথারীতি চলবে।
নির্দেশক্রমেঃ
প্রধান শিক্ষক
হাজী মনোহর আলী এম. সাইফুর রহমান উচ্চ বিদ্যালয়।
হাজী মনোহর আলী এম. সাইফুর রহমান উচ্চ বিদ্যালয়
দূর্গাপুর, ছোট ধামাই, জুড়ী, মৌলভীবাজার।
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ 01718-792136, 01712211424
ই-মেইল: monoharalihighschool@gmail.com
ওয়েব: www.hmamsrhs.edu.bd